ধূসর-আভা

7 0 0
                                    

ধূসর-আভা
========
                 ঝোড়োমেঘ
                  26-12-18 ইং l

সূর্য্য ,অস্তাচলে যাবার বেলায়
ধূসর ছড়ায় সমুদ্র-লহরী-ধারায়
এযে হাক-ডাক ঘরে ফেরার পালা
জানান দেয় ,সাঙ্গ হলো দিনের খেলা ...
রজনী আসে ধীরে ধীরে
চারিধার আঁধার ও নীরব করে!
গোঠের রাখাল ঘরে ফেরে
শূন্য গোয়াল পূর্ণ করে ...
    
        *********

ঝড়োমেঘ সংকলন Où les histoires vivent. Découvrez maintenant