ভালোবাসা চির অক্ষয় ,আজীবন নাহি হয় লয় ,পদে পদে দেয় তার পরিচয় ,এও এক শিক্ষার বিষয়l

77 1 0
                                    

~~~~~আশনাই ~~~~~

জীবন পথের বাঁকে কতো ঝোঁক যে নিত্য নতুন ছবি আঁকে ! তারই তালে তালে আমরা সেঁধিয়ে যাই পাকে পাকে ! ঘাতে - প্রতিঘাতে জীবন শেখালো কত কি ! আর মন , তুমি ভালোবাসার আবডালে ক্ষণকালেই শেখালে এর চেয়েও ঢের বেশী ! কত সহজেই শান্ত মন অশান্ত হয় ! মাথার ওপর সুন্দর নীল আকাশ অথচ মেঘলামনে তার বর্ণ ধূসর ! আশাতে এক ঝাঁক মন-পাখি ওড়ে , আবার নৈরাশ্যে তারাই কেমন ছটফটিয়ে ডানা ঝাপ্টে মাটিতে লুটিয়ে পড়ে ! ভেবেছিলাম সংসারে সং না সেজে সার হয়েই রব , তাঁকে জড়িয়ে নীল আকাশে উড়ে বেড়াবো... রঙিন তুলির টানে আকাশের গায়ে সাত রঙা রঙধনুকের রং ছড়াবো .... তখন মন , তুমি তো ছিলে বহুদূরে ! একেবারে নাগালের বাইরে ! ... তবুও মেঘলা মনে ধরা দিতে বারে বারে ... শতধারায় প্রেমভরে শত আধারে ... তোমার দূরত্ব ও নীরবতা ছিল যে ব্রহ্মাস্ত্র ! কি সহজেই মনকে করতো পরাস্ত ! এক পলকেই ভাবিয়ে করতো ভারাক্ৰান্ত ! এই কি ভালোবাসার আকর্ষণ !? বার বার নীরবে হাতছানি দেয় ... আলতো করে জড়িয়ে ধরে রঙিন আব্দারে আস্তে করে বলে , এখনো বুঝলে না মেঘ , তোমায় আমি কততো-টা ভালোবাসি .... তাইতো তোমাতেই আমি বার বার ফিরে ফিরে আসি ...

ঝোড়োমেঘ সংকলন l
শিলঙ - 4 l

ঝড়োমেঘ সংকলন Où les histoires vivent. Découvrez maintenant