~~~বিস্ময়~~~

13 0 0
                                    

#ঝোড়োমেঘ#
(সিক্তা বিশ্বাস)
  11 -3 -18 ইং ,
  #শিলং#

আছি আনন্দে নিত্য নতুন গন্ধে •••জীবন মানেই নিত্য বাহার ! নিত্যানন্দ ! তাই কি ! হঠাৎ হুজুগে খেয়ালে তদন্ত ••••

শুধোই জীবনকে ,

---তুমিই কি সব আনন্দের উৎস !?

----আমায় চলতে হয় মনের স্রোতে ! জীবনের উত্তর , বুঝলে বৎস !

মনকে বলি ---বলো তুমিই তাহলে সর্বমূল !?

মন বলে ---আমি কি করে হই মূল !সেই তো আমি বিবেকের  বিচারাধীন !
স্বাধীনতা কই আমার ! আমিও পরাধীন !

অবাক হয়ে শুধোই বিবেককে , তুমিই কি মনের নির্ধারক !?

বিবেক  বলে-- না গো ! আমায় চলতে হয় রয়ে সয়ে ! পরিস্থিতিই যে বোঝায় সব ! তার সাথে খাপ খাইয়ে !

বলি তারে , পরিস্থিতি ! সে তো বাহ্যিক !

ঠিক ! বললে বিবেক , অভ্যন্তরীণ যে আবার সচল মন !

অবাক হই ! মনের ও আবার প্রকার ভাগ !! এ কেমন বিভাগ !!

এবারে শুধোই সচল-মনকে , ---অচলমন যে হঠাৎ জাগে ! তুমিতো চলো তারও আগে,তাহলে বলো , তুমিই সব !

সে বলে ---মোটেও নই ! সবই গুজব !নিঃশ্বাসই আমায় চালায় ! রয়েছি আমি তারই ঝোলায় !

এবারে প্রশ্ন নিঃশ্বাস কে --- তুমিই তাহলে জীবনের মূল !?

নিঃশ্বাস বলে -- নয়কো সত্য এক চুল ! কি আমার নিশ্চয়তা ! মূল হতে বয়েই  গেছে ! চাপের তোড়ে কখন যে ছেড়ে যাই ! তার কি কোনো ঠিক আছে ! নেই যে ইয়ত্তা !

মন তোলপাড় করা প্রশ্নের ঝড় ওঠে •••• একি !জীবন যে দেখি শুধুই এক কাগজের নৌকো !গতিপথে কখন যে ভিজে  কোন অতল অদৃশ্যলোকে তলিয়ে যায় ••• থাকেনা তার অস্তিত্ব ! হায় !  একি হেয়ালি ! এ কেমন জীবন সত্য ! বিস্ময় প্রদানই কি তাঁর চির মাহাত্ম !!!

     *************************

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now