বাংলা কবিতা :রূপান্তর

6 0 0
                                    

রূপান্তর

                ঝোড়োমেঘ
               (সিক্তা বিশ্বাস)
                 ২৫/৬/২০ইং,
                 হায়দ্রাবাদ

গতির পরিণাম রূপান্তর!
এ যে গবেষণায় পরিলক্ষিত
লয়ে ক্ষয়ে কাল থেকে কালান্তর!
কেটে যায় গতিবেগে অলক্ষ্যে
অগণিত কত বসন্ত! কত কাল!
কত সবুজ বাহু রূপান্তরিত
পাকাপোক্ত হলদে মাখা
কেমন কটকটে রুক্ষ নিরস ডাল!
সমষ্টি সংখ্যায় কত ঋতুর সমন্বয় কাল!
তাড়িয়ে তাড়িয়ে হয় ঈপ্সিত
কত টক ঝাল মিষ্টি চাখা!
নীল আকাশে হলুদ পাখির
পাখনা মেলা! আবেগ মেশা
ইচ্ছে ডানার ঝাপটা খেলা!!
কুলুকুলু ঝর্ণার আছড়ানো স্রোতে
সময়ের আবেগে ভেসে যাওয়া....
তৃপ্তির পুণ্য সঙ্গমে নাওয়া...
এও যে অভিসার তীর্থে যাওয়া....
আকাঙ্খিত প্রেম যে যতনে সামলে রাখা
ঝিনুকের বুকের আহ্লাদি মুক্তো,
আশা, আহ্লাদ ও স্বপন যুক্ত...
স্বপ্ন পূরণেই কালের দাপটের
নিত্য মারমুখী আকন্ঠ গরল বিষ পান!
হলাহলের ফলাফলে কখনও বা হৃদয় নাম্নী
ভঙ্গুর পেলব আরশি রূপান্তরিত
মুকুর-চূর্ণ ঝনঝনানি খানখান!
সুখ-স্বপ্ন সাধনের একি বিচিত্র রূপান্তর!
শত ধারায় প্রবাহিত অমোঘ এ রূপান্তর যুগ যুগান্তর!!!

                 *************

ঝড়োমেঘ সংকলন Tahanan ng mga kuwento. Tumuklas ngayon