ডানামেলা স্বপ্ন

5 0 0
                                    

ডানামেলা স্বপ্ন
==========
                     ঝোড়োমেঘ
                    (সিক্তা বিশ্বাস)
                     17-12-18  ইং l
স্বপ্ন যখন ডানা মেলে
নীল আকাশের অতল তলে
মেঘের ভেলা আপনি দোলে 
দু'টো পাখির মনের মিলে l
বেদুইন মনটা যে চায়
অসীমশূন্যে কেবল ধায়
চাঁদের ভেলায় মাতাল নেশায়
অচিনপুরে হারিয়ে যায় ...

         *************

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now